তাপস সরকার, তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালার হাজরাকাটি বাজারে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন কে বিজয়ী করার লক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মিজান গোলদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা মহিলা লীগের সভাপতি সুরাইয়া ইয়াসমিন রতœা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। বক্তব্য রাখেন, খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, ইউপি সদস্য সেলিম হোসেন, আব্দুল জলিল প্রমুখ। এসময় বক্তরা বলেন, নৌকা স্বাধীনতার প্রতিক, উন্নয়নের প্রতিক। দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা কে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।