নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশুকে বৈকারী ইউনিয়ন জাতীয় পাটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় সাতক্ষীরা জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হয়ে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বৈকারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইউপি সদস্য মফিজুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর কবির, আনারুল সরদার, ইউপি সদস্য আমজাদ হোসেন খোকনসহ ইউনিয়ন জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।