নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশুর সাতক্ষীরায় শুভাগমন উপলক্ষে জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের সদস্যদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৮টায় শহরের মাষ্টারপাড়ায় সাবেক সংসদ সদস্য এমএ জব্বারের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাখাওতুল করিম পিটুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পির পরিচালনায় সভায় নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপির শুভাগমন উপলক্ষে আলোচনা করেন। এমপি আশুর সাতক্ষীরায় আগমন যাতে স্মরণকালের সেরা হয় সেই প্রস্তুতি নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা ছাত্র সমাজের সভাপতি ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল। এসময় উপস্থিত ছিলেন জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াছিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, রাজিবুল্লাহ রাজু, বুদরুজ্জামান বদু, নাহিদ সুলতান শাহিন, আব্দুর রশীদ, সুজন, শেখ সেলিম, জাকির হোসেন বনিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।