শেখ মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা জেলার তালা উপজেলার ভৈরবনগর এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে অভিকুমার দে (২২)নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। একই সময় আহত হয়েছে মোটর সাইকেলে থাকা দুই আরোহী ।
১৪ জানুয়ারি (রোববার) বেলা ২ টার দিকে তিন বন্ধু মিলে মোটর সাইকেলে ঘুরতে বের হয়। নিহত অভি পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমার দের ছেলে ও তালা সরকারী কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। সে পড়াশুনার পাশাপাশি পাটকেলঘাটা বাজারের মোহন ডাক্তারের হোমিও চেম্বারে কাজ করত।
আহতরা হলেন, কুমিরার কদম তলা এলাকার কাঠ ব্যাবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন(২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১)। আহতরা বর্তামানে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কুমিরা ইউপি সদস্য মফিদুল ইসলাম বলেন তিন বন্ধু ইয়ামা এফজেড মোটরসাইকেলে সাতক্ষীরায় যাওয়ার পথে ভৈরব নগর এলাকায় আসলে একটি বাইসাইকেল রাস্তাপার হতে থাকলে মুুখোমুখি সংঘর্ষে হয় ।
এতে ঘটনাস্থলে নিহত হয় অভি কুমার দে। পরে স্থানীয়রা শিমুল ও আসিফকে উদ্ধার করে সাতক্ষীরার দিকে পাঠায়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।