সেলিম হায়দার : তালা উপজেলার ১২ থেকে ১৮ বছর বয়সী তিন শতাধিক কিশোর কিশোরীকে ‘যৌন প্রজনন স্বাস্থ্য, মনোসামাজিক সেবা, বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ’ প্রদান করা হয়। উত্তরণ, ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রজেক্টের বাস্তবায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় এবং গেøাবাল অ্যাফিয়াস্ কানাডার অর্থায়নে উক্ত প্রশিক্ষণে ১২টি পিয়ার গ্রæপে ৩৬০ জন কিশোর-কিশোরী উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
গত ১৪ জানুয়ারী থেকে শুরু হয়ে উক্ত প্রশিক্ষণ ১৭ জানুয়ারী শেষ হয়। এ সময় প্রশিক্ষণার্থীদের মাঝে একটি করে ব্যাগ বিতরণ করা হয়। উত্তরণের প্রকল্প কর্মকর্তা যোয়াকিম মন্ডলের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।