তালা অফিস : সাতক্ষীরার তালায় ‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যে নিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২। শনিবার সকালে তালা থানার আয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে এ দিবসটি পালন করা হয়।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা শাখার চেয়ারম্যান সুতপা রাহা, সাংবাদিক মীর জাকির হোসেন প্রমূখ।