নাজমুল সুজন বিশ্বাস, শার্শা (যশোর) : ‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি, শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বেনাপোলে পোর্ট থানা কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বেনাপোল পোর্ট থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যশোর জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সালমা আলম, বেনাপোল পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আরিফুজ্জামান ভাদু, যুবলীগের যুগ্ম-আহবায়ক আহাদুজ্জামান বকুল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।