দেবহাটা ব্যুরো : আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে সাবেক জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬জানুয়ারি কুলিয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ড দক্ষিণ কুলিয়ায় মোড়ল পাড়ায় উক্ত মতবিনিময় সভা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, আমি আসন্ন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নির্বাচন করতে চাই। আমি সর্বদা মানুষের পাশে থেকে কাজ করে আসছি, আমাকে নির্বাচিত করলে সরকারের দেওয়া সকল অনুদান যথাযর্থ বন্টণ করবো।
আমি আপনাদের পাশে থেকে কাজ করবো এবং সরকারের দেওয়া অনুদানের পাশাপাশি আমিও ব্যক্তিগত ভাবে আপনাদের সেবা করতে চাই। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি জয়যুক্ত হয়ে আপনাদের মাঝে থাকতে পারি। এসময় জাতীয় কাবাডি খেলোয়ার ফারুক হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আরিফ বিল্লাহ, গোলাম মোস্তফা ও আলমগীর হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।