ফজলুল হক, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলায় আজ শনিবার ২৯ অক্টোবর ২০২২ টিসিবির পণ্য বিক্রি, সকাল ১০টায় টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম পরিদর্শন করলেন মোঃ রোকনউজ্জামান সহকারী কমিশনার (ভূমি) কালিগঞ্জ। এ বিক্রয় কার্যক্রম ডিলার মেসার্স রিয়ান ট্রেডার্স এর মালিক শেখ ছাদেকুর রহমান নিধারিত স্থাপনা কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর থেকে প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিচালনা করা হয়েছে।
উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য এ দফায় কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি দেওয়া হচ্ছে। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা দরে বিক্রি হয়েছে।