শহর প্রতিনিধি : সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের নিয়ে গঠিত ৩৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার ২৮ জানুয়ারি সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেজারাত ডেপুটি কালেক্টর সজীব তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান শাহীন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এস এম আকাশ ও নুসরাত জাহান অনন্যা, ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মো. শাহাবুদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় জেলার ৭ টি উপজেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের ছেলে- মেয়েরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। দিনব্যাপী উচ্চ লাফ, দীর্ঘ লাফ, বর্ষা নিক্ষেপ দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।