সুব্রত কুমার গোলদার (খাজরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের চেউটিয়া আবু জাফর সিদ্দিক দাখিল মাদ্রাসার ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৭ ফ্রেবুয়ারী) সকাল ১০টায় মাদ্রাসার মাঠে সুপারিনটেনডেন্ট মোঃ আঃ সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি খাজরা ইউপির প্যানেল চেয়ারম্যান ও মাদ্রাসার বর্তমান সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাচ্চুর উপস্থিতিতে এ দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক মোঃ আতাউর রহমানের পরিচালনায় এসময় সহ-সুপার মোঃ আঃ রশিদ, সহকারী শিক্ষক মোঃ মুনসুর, মোঃ হাবিবুল্লাহ, মোঃ আকরামুজ্জামান, মোঃ খালিদ হোসেন, মোঃ মাকসুদুর রহমান, বর্নালী সরকার,সামছুনাহার ইমরান হোসেন, মাসুম বিল্লাহ, ই¯্রাফিল আলম, ফতেমা পারভীন, অফিস সহকারী মোঃ নজরুল ইসলাম, মোঃ আঃ লতিফ, মোঃ আরিফ হোসাইন, বিদ্যোৎসাহী সদস্য মোঃ সাদেক আলী, অভিভাবক সদস্য মোঃ রইচ উদ্দীন, সাবেক সুপার মোঃ সাইদুল ইসলাম, প্রাক্তন সদস্য মোঃ রউচ গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৮ম শ্রেনীর শিক্ষার্থী মোছাঃ আয়শা খাতুন পবিত্র কোরআন তেলায়াত, বিদায়ী শিক্ষার্থী মোছাঃ রুমা পারভীন, শরীফুল ইসলাম হামদ ও নাতে রাসুল, বিদায়ী গান রিয়াজ, আল আমিন, মেহেদী, আশিক, মুশফিকা, সোহাগী পরিবেশন করেন। পরে বিদায়ী শিক্ষার্থী ও শিক্ষকদের ফুল দিয়ে বরণ ও বিদায় সংবর্ধনা জানানো হয়।
বিদায়ী শিক্ষার্থীদের অন্যান্য শিক্ষার্থীরা বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। সেই সাথে সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাচ্চু বিদায়ী প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ব্যাগ ও কলম উপহার দেন। মাদ্রাসা থেকে এবার ৩২জন শিক্ষার্থী ২০২৪ সালের দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করবে।