তাপস সরকার, তালা ব্যুরো : সাতক্ষীরার তালায় হাজরাকাটি আদর্শ যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা অনুষ্টিত হয়। খেলায় সৈকত ফুটবল একাডেমি তালা ও শামীম ফুটবল একাদশ তেঁতুলিয়া ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।
টাইব্রেকার খেলায় সৈকত ফুটবল একাডেমি ১-০ গোলে শামীম ফুটবল একাদশকে পরাজিত করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু প্রমূখ। খেলা পরিচালনা করেন, বরুন কুমার সানা।