ডেস্ক রিপোর্ট : ১৭ই ফেব্রæয়ারি শনিবার নব জীবন আয়োজিতকমপ্যাক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট থ্রু ডিজএ্যাডভানটেজড চিল্ড্রেন এডুকেশন সাপোর্ট, ইনকাম জেনারেশন এন্ড সেফ ওয়াটার, ফেজ-০৩, এর আওতায় শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব জীবন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুজ্জামান খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নব জীবন সকল শ্রেণির মানুষদের নিয়ে কাজ করে যারা সমাজে অবহেলিত ও পিছিয়ে আছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, নব জীবনের এই সহযোগীতা কোন দান নয় বরং একটি ঋণ।
কোন একদিন এই ঋণ অন্য কোন মানুষের কাছে যেন তারা পোঁছে দেয়। নিজেকে এগিয়ে নেওয়ার প্রয়াশে, সমাজে নিজের শক্ত অবস্থান সৃষ্টির মাধ্যমে দেশের কল্যানে কাজ করাই যেন সকলের লক্ষ্য হয়, তিনি সকলের প্রতি এই আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদেও মাঝে শীতের পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নব জীবন এর এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার ফারুক আহম্মেদ সজীব ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর মো: মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নব জীবন এর নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান।