শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

বুধহাটায় সড়ক দুর্ঘটনায় দুই হজযাত্রী নিহত, আহত-৩

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১১:৩২ অপরাহ্ণ

শিমুল পাল, বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন ওমরা হজযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে সাতটায় বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া ঢালী বাড়ি মসজিদ মোড়ে।

স্থানীয় সূত্রে জানাগেছে, খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের মৃত আরশাদ আলীর স্ত্রী ফজিলা খাতুন (৬০), একই উপজেলার ল²ীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৫৫) ওমরা হজ পালনের জন্য ইজিবাইক যোগে বাড়ি থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সাতক্ষীরা থেকে হজ এজেন্সির মাধ্যমে তারা ঢাকায় যাবেন বলে জানাগেছে।

ঘটানোর সময় তাদের বহনকৃত ইজিবাইক ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই বিপরীত দিক থেকে আশা মাছ বহনকারী পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৯৫৫৬০) এর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ফজিলা খাতুন নিহত হন। স্থানীয়রা আশাশুনি ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে মারাত্মক আহত আছিয়া খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজে নিয়ে যান। আশাশুনি ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কালাম জানান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মূহুর্ষ আছিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা কবলিত ইজিবাইকে থাকা অপরযাত্রী পাইকগাছার আলমতলা-গজালিয়া এলাকার আসাদ গাজীর ছেলে মিজানুর রহমান, মুজিবুর রহমানের স্ত্রী রেশমা খাতুন, আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ুন কবির ও ইজিবাইক চালক ফজর আলী আহত হন। তাদের সকলকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মাছ বহনকারী ঘাতক পিকআপ চালক কৌশলে পিকআপ ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এবিষয়ে আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন সড়ক দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসআই মহিদের নেতৃত্বে থানা পুলিশ পৌছে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত যানবাহন আটক করে। লিখিত কোন অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর