শহর প্রতিনিধি : ব্লিসইন্টারন্যাশনাল অ্যাকাডেমি সাতক্ষীরা ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার ২৫ শে ফেব্রæয়ারি দুপুর ২ টায় বিøস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ করা হয়। ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি’র প্রিন্সিপাল মো. নুর আলম শিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসার মোহা: আবদুল গনি।
এর আগে সকাল ৯ টায় ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির চেয়ারম্যান মো. আবু হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন। দিন ব্যাপী ৫০ মিটার দৌড়,বল সংগ্রহ, ব্যাঙ দৌড়সহ ১৪ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন, স্কুলের ভাইস প্রিন্সিপাল তোহা আহমেদ, অর্ডিনেটর মো. জাহিদ হাসান, একাডেমিক ইনচার্জ তানজিনা কবির,কো-সিনিয়র শিক্ষক তাহমিনা আক্তার, আয়শা আক্তার, জান্নাতুল ফেরদৌসী, সামসুন্নাহার এমি, তরিকুল ইসলাম, মো.মহিউদ্দিন সিদ্দিসহসহ স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বিøস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি’র ইংরেজি শিক্ষক নওয়াফ মোহাম্মদ।