সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভা

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ

খুলনা অফিস : হারানো গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন চলছে উল্লেখ করে খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, সরকার বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার ও নির্যাতন করে একতরফা ডামি নির্বাচন করেছে ৭ জানুয়ারি। অবৈধ ডামি সরকার সবচেয়ে ভয় পায় বিএনপিকে, ভয় পায় দলের চেযারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আমরা ভোট বর্জনের আহŸান করেছিলাম।

জনগণ সে আহবানে সাড়া দিয়েছে। জনগণের সাড়া পেয়ে আমরা সফল হয়েছি। দেশের জনগণকে সাথে নিয়েই চলমান অবৈধ সরকারকে বিদায় করে সত্যিকারের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। সোমবার (২৬ ফেব্রæয়ারি) বিকাল সাড়ে ৩টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন।

মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তারা আরো বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো দেশকে ‘জোর যার মুল্লুক তার’ বানিয়েছে। মনে হয়, সহিংস আক্রমণ ও জীবননাশের ব্রত নিয়ে তারা বিএনপিসহ সমমনা দলগুলোর ওপর ঝাঁপিয়ে পড়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের বেপরোয়া দাপটে দেশের জনপদের পর জনপদ সাধারণ মানুষ ভয় ও গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। এ দেশের নাগরিকের নিরাপত্তা এখন চরম অবনতিশীল। আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পেতে সাধারণ মানুষ কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছে না।

আইন, প্রশাসন মানুষকে রক্ষা করতে পারছে না। জনগণ নিজ দেশে পরবাসী হয়ে দিনযাপন করছে। বক্তারা আরো বলেন, স ম আ. রহমান, সৈয়দা রেহেনা ঈসা, এড. নুরুল হাসান রুবা, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, শেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, মুরশিদ কামাল, কেএম হুমায়ন কবির, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, জহর মীর, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, এ্যাড. মোহাম্মাদ আলী বাবু, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আফসার উদ্দিন মাস্টার, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, আলমগীর হোসেন, আব্দুর রহমান ডিনো, জাহিদুল হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, ফারুক হোসেন, আজিজা খানম এলিজা প্রমূখ।

সভার শুরুতে বিগত দিনের আন্দোলন সংগ্রামে এবং কারাগারে বন্দি থাকাবস্থায় নিহত ও মৃত্যুবরণকারী নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভা থেকে দলকে শক্তিশালী করার লক্ষ্যে পুর্ণাঙ্গ ইউনিট ও ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। সভা থেকে ৫ থানা বিএনপির আহবায়ক-সদস্য সচিব, ওয়ার্ড কমিটির আহবায়কদের, ৩৪টি ইউনিট কমিটির সাথে সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

কলারোয়ায় গাঁজাসহ আটক-১

বাঁশদহা ও কুশখালী ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের সাথে নজরুল ইসলামের মতবিনিময়

আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস

বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার সমাপনী

নুনগোলায় বিদ্যুৎ স্পৃষ্টে আবুল হোসেনের মৃত্যু

তালায় নদী পারাপারের সময় পানিতে পড়ে চারটি গরুর মৃত্যু!

এমপিওভুক্তির দাবিতে সাতক্ষীরায় বেসরকারি কলেজ অর্নাস-মাষ্টার্স শিক্ষক ফেডারেশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মানবিক সাংবাদিকতায় সম্মাননা পেলেন সাতক্ষীরার তিন সাংবাদিক

নবজীবন ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

তালায় সাসের ক্ষুদ্রঋণ গ্রাহকদের অংশগ্রহণে গণশুনানি