শেখ মোশফেক আহমেদ, শহর প্রতিনিধি : ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের নিউমার্কেট মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সরোয়ার হোসেন। এসময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বীমা খাতের সাথে সম্পৃক্ত ছিলেন, এটা আমাদের জন্য অনুপ্রেরণা। বঙ্গবন্ধু বীমা পেশার মাধ্যমে তার সংগ্রামী কর্মকাÐ চালিয়েছেন। দেশের স্বাধীনতা সংগ্রামে বীমা খাতের বিশেষ অবদান রয়েছে। দেশের বীমা খাতের উন্নয়নে বঙ্গবন্ধুর এই অবদান জাতীয় পর্যায়ে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ‘জাতীয় বীমা দিবস’ পালনের উদ্যোগ নেয় সরকার।’
পপুলার ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মো. কবিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (সাধারণ শাখা) এস এম আকাশ, সহকারী কমিশনার (শিক্ষা শাখা) নুসরাত জাহান অনন্যা, বেঙ্গল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের আমিনুল ইসলাম, প্রগতি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের কাজী আব্দুর রহমান, মেট লাইফ ইন্সুরেন্স কোম্পানির মোড়ল কামরুজ্জামান, ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের আ.দ.ম মাহবুবুর রহমান, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের এসএম নুরুল ইসলাম, রুপালী লাইফ কোম্পানি লিমিটেডের গঙ্গাধর দফাদর, জীবন বীমা কর্পোরেশনের শেখ রেফাজুর রহমান, এনআরবি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের হযরত আলী। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬০ সালে ১ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। দিনটিকে স্মরণে রাখতে ২০২০ সালে ১৫ জানুয়ারি মন্ত্রীপরিষদ সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করা হয়। সে অনুযায়ী রাজধানীসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে জাতীয় বীমা দিবস।