শনিবার , ২ মার্চ ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

বালিথায় জেলা পরিষদের অর্ধ লক্ষ টাকার সরকারি গাছ কর্তনের অভিযোগ

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ২, ২০২৪ ১২:১৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহ সড়কের বালিথা গ্রামের সরকারি রাস্তার উপর থেকে শুক্রবার সরকারি ছুটির দিনে প্রকাশ্য দিবালোকে জেলা পরিষদের চেয়ারম্যানের নাম ভাঙিয়ে অর্ধ লক্ষ টাকা দামের একটি আকাশমনি গাছ কর্তন করার খবর পাওয়া গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বালিথা গ্রামের সামছুদ্দীন সরদারের পুত্র মোঃ আ: রহিম সরদার এবং শিমুলবাড়ীয়া গ্রামের মৃত ইমান আলী গাজীর পুত্র আওয়ামী লীগ নেতা আবুল বাশার গাজী ব্যাংদহ সড়কের বালিথা গ্রামের সাবেক চেয়ারম্যান মোঃ সামছুর রহমানের বাড়ির পাশের সরকারি রাস্তার উপর থেকে জেলা পরিষদের আওতাধীন একটি বড় আকারের আকাশমনি গাছ ১মার্চ শুক্রবার সরকারি ছুটির দিনে সকালে প্রকাশ্য দিবালোকে কর্তন করতে থাকে। এসময় আ: রহিম সরদার জানান-আমরা জেলা পরিষদের লিখিত অনুমতি নিয়ে এবং এলাকার সবাই কে বলে সরকারি ১টি আকাশমণি গাছ কেটে নিচ্ছি।

এসময় আওয়ামী লীগ নেতা আবুল বাশার জানান, এই গাছ আমি লাগিয়েছি আমার জমির সামনে হওয়ায় আমার জমিতে ভালো ফসল হয় না।

এছাড়া জেলা পরিষদ যখন গাছ লাগিয়েছিল তখন আমাদেরও একটা অংশ দিতে চেয়েছিল কিন্তু তারা তো ভাগ দেয়নি। বিষয়টি জানতে জেলা পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আমি এ বিষয়ে কিছু জানিনা, খোজ নিয়ে দেখছি। জেলা পরিষদের গাছ কেটে নিলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে জেলা পরিষদ চেয়ারম্যানের ব্যবহৃত মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আরশাদ আলী জানান, আমি অসুস্থ বাড়ি শুয়ে আছি, গাছ কাঁটার বিষয়ে আমি কিছু জানিনা। সচেতন এলাকাবাসী অবিলম্বে সরকারি গাছ কর্তনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর