নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী তরুন সমাজসেবক জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু সদরের বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ করেছেন। শুক্রবার (২২ মার্চ) বিকালে সদর উপজেলার কুশখালী বাজারে সাধারণ ভোটারদের সাথে গণসংযোগ করেন তিনি।
এর আগে, শহরের কামাল নগর জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লীদের কাছে দোয়া চান এবং কামাল নগর গোরস্থানে পিতা সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবির কবর জিয়ারত করে মশিউর রহমান বাবু তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। গণসংযোগ শেষে সদরের ফিংড়ি ইউনিয়নের শিমুলবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে এতিমদের সাথে ইফতার করেন তিনি। ইফতারপূর্বে মশিউর রহমান বাবু এতিমখানাটি ঘুরে দেখেন ও এতিম বাচ্চাদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক কাজী আমিনুল হক ফিরোজ, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াছিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জাতীয় পার্টির নেতা মোস্তাফিজুর রহমান তুষার প্রমুখ।