বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভায় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ২৮, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ

ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটি, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে, বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন শ্যামনগর (কালিগঞ্জ) আংশিক সাতক্ষীরা (৪) আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক (দোলন) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আজাহার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, সমাজসেবা অফিসার মোঃ আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন, কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, অফিসার ইনচার্জ মোঃ শাহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজী (টোকন) বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যানের ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মাহাবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড় কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপির ইমরান হোসেন রিপোর্টার্স ক্লাবের সদস্য ফজলুল হক , সাংবাদিক শরিফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রামডাক্তার মিলন কুমার ঘোষ প্রমুখসহ বিজিবি’র বিভিন্ন ক্যাম্পের নায়েক সুবেদার ও সুবেদারবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় বিশেষ করে বর্তমান সময় মোটরসাইকেল চুরি,ডাকাতি, ছিনতাই বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারিতে রাখাসহ পবিত্র ঈদুল ফিতরের ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা জন্য রাত্রের বেলায় আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার টহল জোরদার করার আহবান জানানো হয়।

এ সময় বক্তারা জানান কালিগঞ্জ উপজেলায় সবচেয়ে বড় সমস্যা মাদক সেবন, মাদকচোরা চালান ব্যবসা, কতিপয় কিছু কুচক্রী মহল চিংড়ি চাষিদের ধ্বংস করার জন্য রেনু পোনা সরবরাহের সাথে সাথে ব্যাপক হারে মাদকদ্রব্য পাচার হচ্ছে। মাদক ব্যবসায়ী নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ সময় সভায় প্রধান অতিথি সাতক্ষীরা-(০৪)আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক (দোলন) বলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উল্লেখিত সব ধরনের সমস্যা সমাধানের জন্য স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের জনগণের কল্যাণে কাজ করে সমস্যা নিরসনের আহবান জানান।

আমার নির্বাচনী এলাকার শ্যামনগর ও কালিগঞ্জ দীর্ঘদিন ধরে বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসন করা হবে এবং সামনে বর্ষা মৌসুমে আগে রাস্তার পাশে মরা শিশু ফুল গাছ গুলো জেলা পরিষদ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান সমন্বয়ে কেটে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক ব্যবসায়ী চোরাচালান নিয়ন্ত্রণে সীমান্তে কঠোর নজরদারি, চুরি ও ডাকাতি বন্ধে টহল জোরদার গ্রহণসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সময় বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন

খুলনায় শ্রমিকের পুষ্টি নিশ্চিতে প্রশিক্ষকদের প্রশিক্ষণ

তালায় কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি

আশাশুনিতে ঘূর্ণিঝড় মোকাবলায় সচেতনতামূলক প্রশিক্ষণ

অনলাইনে হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য নতুন যাত্রা শুরু হলো- কেসিসি মেয়র খালেক

শ্যামনগর নওয়াবেঁকী বাজারে প্রকাশ্যে অবৈধ ছাদের কার্যক্রম

সাতক্ষীরা পি.এন স্কুলের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা উপলক্ষে প্রস্তুতি সভা

আশাশুনির বিভিন্ন ইউনিয়নে অর্থনৈতিক শুমারির ৪ দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন

বুধহাটায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনে ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আবু মুসা