সকাল ডেস্ক : ‘পরিকল্পিত জনঘনত্ব বাসযোগ্য নগর ও আগামীর বাংলাদেশ’ ¯েøাগানে বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২২ উপলক্ষে সাতক্ষীরায় র্যালি, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভা চত্বর থেকে ব্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সাতক্ষীরার আয়োজনে একটি র্যালি বের হয়।
র্যালিতে অংশ নেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নূরজাহান বেগম নূরী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, ব্রাক ইউডিপির পোগ্রাম অর্গানাইজার রাশেদুল হাসান, আকাশ মন্ডল, অসীম ঘোষ, সবুজ কুমার দাশসহ ব্রাক কমিউনিটির অর্গানাইজারবৃন্দ। র্যালি শেষে পৌরসভার হলরুমে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালন করেন ব্রাক আরবান ডেভেলপমেন্ট’র ফিন্ড কো অর্ডিনেটর ইউছুফ আলী।