কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হানিফ গাজী (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামের মৃত ইউসুফ গাজীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩ টার দিকে নিজের দোকানে রাজমিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছিলেন হানিফ গাজী। এসময় ছাদের উপরের বৈদ্যুতিক তারের সংস্পর্শে তিনি গুরুতর আহত হন।
দ্রæত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে হানিফ গাজী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।