নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পেস্টিসাইড এ্যন্ড সীড অফিসার’স এ্যাসোসিয়েশন ইফতার ও কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকাল ৫ টায় শহরের লেক ভিউতে এক আলোচনা সভার মধ্যে দিয়ে এ কমিটি গঠন করা হয়।
মোঃ রাজিবুল্লাহ রাজু (এসিআই) কে সভাপতি ও মো: আমিরুল ইসলাম-টাটা ক্রপ কেয়ার কোম্পানী কে সাধারণ সম্পাদক এবং মোঃ মানসুর রহমান-বায়ার কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি তালিকা প্রকাশ করা হয়। কমিটির বাকীরা হলেন সহ-সভাপতি মোঃ তানভীর আহমেদ-সিনজেন্টা, মোঃ আবুল কালাম-এ্যামিন্যন্স, মোঃ আসাদ গেøাবাল, সিনি: যুগ্ম সম্পাদক-মোঃ তারেক ইসলাম-ইনজেনিয়াস ক্রপ সায়েন্স, যুগ্ম সম্পাদক মোঃ জাকির হোসেন-ইনতেফা, মোঃ আরিফুল ইসলাম (শাকিল) সাদিক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ ইউনাইটেড সীড, মোঃ জাকির হোসেন-ইউপিএল, মোঃ আরিজুল ইসলাম-ম্যারিগোল্ড, প্রচার সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদ-এ্যবসল্ভ, দপ্তর সম্পাদক মোঃ শামিম হোসেন-এ্যামকো, ক্রীড়া সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম ধর্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান-সুইট এগ্রো, অর্থ-সম্পাদক আমিনুল ইসলাম (মনি)-ক্লীন এগ্রো প্রমুখ।