নিজস্ব প্রতিনিধি : বকচরা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, অবসর প্রাপ্ত সেনা কল্যান সংস্থার দপ্তর সম্পাদক, সাংবাদিক এসএম আশরাফুল ইসলামের পিতা সাবেক কর্পোরাল মো. রবিউল ইসলাম অসুস্থ হয়ে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১ এপ্রিল) তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে হাসপাতালে যান তুফান কোম্পানী লি. এর পরিচালক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. মো. আবুল কালাম বাবলা।
এ সময় তিনি তাঁর শয্যাপাশে অবস্থান করেন ও চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. আজমির হোসেন রোকন, সিবি হসপিটাল কর্মকর্তা হাসানুল বান্না, সদ্য বিসিএস ক্যাডার নাজনীন নাহার স্বপ্না, সাংবাদিক আব্দুর রহমান, এসএম আশরাফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ ফেব্রæয়ারি ২০২৪ তারিখে ফারজানা ক্লিনিকে ডা. মনোয়ার হোসেনের তত্বাবধানে তার পিত্তথলির পাথর অপারেশন করতে গিয়ে ক্যান্সারের প্রভাব লক্ষ্য করা যায়। এরপর ১৫ মার্চ থেকে সাতক্ষীরা সিবি হসপিটালে ডা. নাজমুস সাকিব ব্রাইটের তত্বাবধানে নিবিড় চিকিৎসাধীন আছেন এবং উন্নত চিকিৎসার জন্য দ্রæত ভারতের চেন্নাইতে যাওয়ার পক্রিয়াধীন আছে। অসুস্থ রবিউল ইসলাম ও তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন।