বুধবার , ৩ এপ্রিল ২০২৪ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সামেক ছাত্রলীগের দু’গ্রুপের অপ্রীতিকর ঘটনা: আহত রায়হানের চিকিৎসার খোঁজ নিলেন এমপি স্বপন ও সেঁজুতি

প্রতিবেদক
satkhirar sakal
এপ্রিল ৩, ২০২৪ ১:৪০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত নবঘোষিত কমিটির সহ-সভাপতি এস এম রায়হান কবিরসহ অন্যান্যদের চিকিৎসার খোঁজ খবর নিলেন সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

মঙ্গলবার(০২ এপ্রিল) রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এমপি স্বপন ও সেঁজুতি এমপি উপস্থিত হয়ে চিকিৎসাধীন আহত সামেক ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে দেখা করেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন, বাসসের জেলা প্রতিনিধি মো.দিদারুল ইসলাম, সামেক প্রফেসর ডা. মাহমুদুল হাসান পলাশ, সাতক্ষীরা মেডিকেল কলেজ নবঘোষিত কমিটির সহ-সভাপতি আহত প্রিন্স সাহা, সামেক ছাত্রলীগ নেতা আলিফুল ইসলাম দিপ, সোহানুর রহমান সোহান, সামিয়ান ইমু, নওশাদুল ইসলাম নাহিদ, মিনহাজুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সামেক হাসপাতালের শিক্ষার্থী ও ডা.আবু সাইদ, ডা.আজমল হোসেন, ডা. নাইম ইসলাম সজীব, ইমরান পারভেজ, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, সাংবাদিক এস এম হাবিবুল হাসান, পৌর ৯নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা জুয়েল খানসহ সামেকের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার দুপুরে সামেক কলেজ চত্বরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা মেডিকেল কলেজে (সামেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নবঘোষিত কমিটির মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি এস এম রায়হান কবির, প্রিন্স সাহা, আলিফুল ইসলাম দিপ, সোহানুর রহমান সোহান, সামিয়ান ইমু, নওশাদুল ইসলাম নাহিদ, মিনহাজুর রহমানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।তাদের মধ্যে এস এম রায়হান কবির ও প্রিন্স সাহা মারাত্মক আহত হয়েছে।

তারা সামেক হাসপাতালেই চিকিৎসা নিচ্ছে। এদিকে গত ২৯ মার্চ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।এই কমিটিতে বিতর্কিত আব্দুল মুহিতকে সভাপতি ও তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি ঘোষণার পর থেকে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কমিটির বাকি সদস্য ও পদবঞ্চিতরা।গত সোমবার দুপুরে মুখোমুখি অবস্থানে ছিল দুই গ্রুপেরনেতাকর্মীরা।একপর্যায়ে সামেক ছাত্রলীগের নবঘোষিত কমিটির সভাপতি আব্দুল মুহিত ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করে অপর গ্রæপের নেতাকর্মীরা।

এরপর দুই পক্ষই ক্যাম্পাসে অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও থানা পুলিশের হস্থক্ষেপে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে, সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রæপের সংঘর্ষের একদিন পর মঙ্গলবার(০২ এপ্রিল) দূপুরে কলেজের শিক্ষাকার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আবাসিক ছাত্র-ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভাই এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

মেডিকেল কলেজের তথ্য কর্মকর্তা ডা. নাসিরউদ্দীন গাজী জানান, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ২ টার মধ্যে কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের দু’টো হল ত্যাগের নির্দেশ দিয়েছেন । পাশাপাশি কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অভিযোজন অধিকার অংশীজন সংলাপ

সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ভোক্তা অধিকার অধিদপ্তরের তালা উপজেলার সুজনসাহা বাজার পরিদর্শন

কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষে থেকে এমপি সেঁজুতিকে ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা সীমান্তে হীরার নাকফুল আটক করেছে ৩৩ বিজিবি

৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন বিষয়ে জেলা তথ্য অফিসের প্রচারণা শুরু

প্রশিক্ষিত যুবশক্তিই পারে উন্নয়নের ভিত্তি গড়তে : ইঞ্জি. জিয়াউল হক সুমন

দেশকে ফ্যাসিবাদ ও স্বৈরাচার মুক্ত করতে না পারলে স্বাধীনতার সুফল পাবেন না জনগণ : মুহাদ্দিস আব্দুল খালেক

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

কালিগঞ্জে মৎস্য সপ্তাহে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ