বিশেষ প্রতিনিধি, শ্যামনগর : শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের প্রধান সড়কের এক অংশ এখন চলাচলের অনুপযোগী হয়ে মরণফাঁদে পরিনত হয়েছে। প্রায় দেড় যুগের বেশি সময় ধরে খোয়া বিছানো থাকলেও তার উপর কোন প্রলেপ পড়েনি।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সরেজমিনে ইউনিয়নের প্রধান সড়কে গিয়ে দেখা যায় পাখিমার খেয়াঘাট থেকে চৌদ্দরশী ব্রিজ প্রর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে বিগত দুই বছরে ডাবল ইটের সলিং এর কাজ হয়ছে ৫ কিলোমিটার,বাকি ৮কিলোমিটার পাঁচ কিলোমিটার মাটির সড়ক, বাকি তিন কিলোমিটার সড়কের উপরে দিয়ে গাড়ি চলাচল তো সম্ভব না মানুষের চলা ও রীতিমতো কষ্টসাধ্য হয়ে পড়েছে। পার্শ্ববর্তী গাবুরা ইউনিয়নের মানুষের স্থলভাগে চলাচলের একমাত্র মাধ্যম এই ব্যস্ততম সড়কটি। এদিকে স্থানীয়দের দাবি সড়ক ও জনপদ বিভাগের কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতায় মরন ফাঁদ তৈরী হওয়ার জন্য দায়ী।
স্থানীয় বাসিন্দা শাহিন আলম জানায়, আমাদের সড়কের দিকে তাকালেই মনে হবে কোন এক য্দ্ধু বিধ্বস্ত দেশের সড়ক। জনপ্রতিনিধিরা রাস্তা করে দিতে না পারলেও বালুর উপর পানি ছিটিয়ে অন্তত চলাচলের ব্যবস্থা করলে জনগণ বাঁচতে পারবে। বছর যায় বছর আসে কিন্তু সড়কে না পড়ে ইট না পড়ে পানি। মানুষ অসহায় হয়ে আছে। পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম জানায়, খুবই গুরুত্বপূর্ণ সড়ক এটা, কাজ করার জন্য আমরা চেষ্টা করছি আশা করি দ্রæত আগামীতে কাজ সম্পন্ন কাজ শেষ হবে।
এ বিষয়ে সাতক্ষীার সওজের নির্বাহী প্রকৌশলী আনোরার পারভেজ জানায়, কিছুদিন আগে ১ কিলোমিটার ইটেরসলিং এর টেন্ডার হয়েছে এবং তার কাজ ও শেষ হয়ছে, আগামীতে আমরা বাকি সড়কটুকু কাজ করবো।