নজরুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় একটি বাল্য বিয়ে বন্ধ সহ কনের পিতা কে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। ঘটনা কি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামে। ওই এলাকার মো. জামিরুল গাজী তার স্কুল পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া গ্রামের জাহাঙ্গীর আলমের সাথে আনুষ্ঠানিক বাল্য বিবাহের আয়োজন করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং বাল্য বিবাহটি বন্ধ করে দেন।
ভ্রাম্যমাণ আদালতে বাল্য বিবাহ নিরোধ আইনে মেয়ের পিতাকে দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন উপস্থিত গ্রামবাসীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করেন এবং বাল্য বিবাহ বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।
ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পেশকার মো. ইব্রাহীম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন, ইউপি সদস্য আবু হাসান, পুলিশের এএসআই ওয়াজেদ আলী, কনস্টেবল জাহিদ হোসেন, আনসার সদস্য কামাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।