মোঃ নজরুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি : “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগান কে সামনে রেখে পাইকগাছায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন, বর্ণাঢ্য র্যালী, ২৩টি স্টলের মাধ্যমে সরকারের ডিজিটাল ও দেশের উন্নয়নের চিত্র এবং সেবা পরিদর্শন, বিকেলে মেলার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বুধবার সকাল ১১ টার সময় অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান লিপিকা ভারী ও শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ রবিউল ইসলাম, সরকারি কর্মকর্তা যথাক্রমে মোঃ হাফিজুর রহমান, টিপু সুলতান, বিদ্যুৎ রঞ্জন সাহা, কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, সরদার আলী আহসান, বেনজির আহমেদ, শাহাজাহান খান, মৃদুল কান্তি দাশ, জয়ন্ত ঘোষ, ঈমান উদ্দীন, দেবাশীষ দাশ, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, আলাউদ্দিন রাজা, পুর্ণচন্দ্র মন্ডল ও মাজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
মেলায় ২৪টি স্টল স্থান পায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ সকলকে পুরস্কৃত করেন। মেলায় ডিজিটাল উদ্ভাবনী উদ্যোগে মাধ্যমিক পর্যায়ে পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, কলেজ পর্যায়ে ফসিয়ার রহমান মহিলা কলেজ ও সেবা ক্যাটাগরিতে উপজেলা সমাজসেবা কার্যালয় সেরা নির্বাচিত হয়।