শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবী ও স্থানীয় সুধী সমাজের সহিত জন সচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮) এপ্রিল সকাল ১০ টায় মুন্সিগন্জের সুশীলনের হল রুমে শ্যামনগর থানা পুলিশের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি মোঃ হাসানুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কালিগন্জ সার্কেল আমিনুর রহমান, শ্যামনগর উপজেলা নিবার্হী অফিসার নজিবুল আলম, সহকারী বন সংরক্ষক সাতক্ষীরা এম কে এম ইকবল হোসাইন চৌধুরী প্রমূখ। স্থানীয়দের মধ্যে সাধারন জেলেদের পক্ষে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি কল্যান ব্যানর্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি, মুন্সিগন্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধা, শ্যামনগর উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সুন্দবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন,মুন্সিগন্জ ইউপি ৭ নং ওয়ার্ড সভাপতি আবুল জলিল।
এসময় সুন্দরবন রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারন জেলে বাওয়ালী মুয়ালী দের সচেতন হওয়ার জন্য বিভিন্ন দিক নিদর্শনা দেওায়া জেলেদের সাথে মুক্ত আলোচনা করা হয়। মুক্ত আলোচনায় জেলে বলেন সুন্দরবনে জলদস্যুর হাত থেকে বাচলেও আমরা এখন বন বিভাগের হাত থেকে বাচতে পারছি না।