তাপস সরকার, তাল ব্যুরো : সাতক্ষীরার তালা উপজেলায় ৪টি বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। গত ২/৩দিনের ব্যবধানে তালার খলিষখালী, খলিলনগর ও তালা সদর ইউনিয়নে বিয়েগুলোর আয়োজন করা হয়েছিল। এরমধ্যে থেকে এক বরকে দেয়া মোটরসাইকেল মেয়ের পিতার কাছে ফেরত দেয়া হয়েছে।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, স¤প্রতি উপজেলার খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাংগা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সাথে গোপনে বিয়ের খবর শোনা যায় পাশর্^বর্তী হাজরাপাড়া গ্রামে। এ বিষয়ে লিখিত অভিযোগ করেন সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান। বুধবার তাদেরকে মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে হাজির করা হলে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী উক্ত বাল্যবিবাহের উদ্যোগকে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এ সময় বিষয়টি স্থানীয় ইউপি সদস্যদের মনিটরের দায়িত্ব দেওয়া হয় এবং এ বিষয়ে ম্যারেজ রেজিষ্টারকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। অপরদিকে খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া ও গোনালী গ্রামের, তালা সদর ইউনিয়নের খড়েরডাংগা গ্রামের এক কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরমধ্যে থেকে এক বরকে দেয়া মোটরসাইকেল মেয়ের পিতার কাছে ফেরত দেয়া হয়েছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।