কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলাধীন নলতায় সমাজ উন্নয়ন ফাউন্ডেশ (এসডিএফ) এর আয়োজনে সাইট সেভার্সের অর্থায়নে ও খুলনা বিএনএনবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে মাটিকুমড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টা থেকে দিনব্যাপী ৯০জন দলিত ও প্রতিবন্ধি চক্ষু রোগির বিনামূল্যে চিকিৎসা সেব প্রদান করা হয়েছে।
উক্ত চিকিৎসা ক্যাম্পে সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলামের তত্ত¡াবধানে চিকিৎসা সেবা প্রদান করেন, ডা: হাসিবুল ইসলাম, সিসিডি (বারডেম), পিজিটি (চক্ষু), মো: আলিমুর রেজা (ইনক্লুশন অফিসার), মানছুরা আক্তার মীম (অপথালমিক এসিসট্যান্ট), মো: রাশেদুল ইসলাম (ক্যাম্প এসিসট্যান্ট) খুলনা বিএনএসবি চক্ষু হাসাপতাল প্রমূখ।