লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দলে দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল মাঠে এলাকায় এমেলার আয়োজন করা হয়।জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ উপলক্ষে মেলার আয়েজন করা হয়। মেলায় বড়দল, কাদাকাটি, ক‚ল্যা এবং খাজরা ইউনিয়ন এর বিভিন্ন কিশোরী ক্লাব হতে দুই শতাধিক কিশোরী অংশ নেয়।
মেলায় বিভিন্ন ধরনের খেলাধুলা, চিত্রাংকন, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা এবং নাচ গানে অংশগ্রহণ করে। কিশোরীদের কৈশোরকালীন নিয়মিত স্বাস্থ্য পরিচর্যার পাশাপাশি পুষ্টি গুণ সমৃদ্ধ খাবার গ্রহণের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।দিনব্যাপী এ মেলার কার্যক্রম পরিচালনা করেন টেকনিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমান এবং তাকে সহায়তা করেন সহকারী টেকনিক্যাল অফিসার শেখ ওসমান আলী।