নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ভূমিহীন কল্যান সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের খৈ তলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ভ‚মিহীন কল্যান সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ভূমিহীন কল্যান সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহ সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, সহ সভাপতি রবিউল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি আমানুল্লাহ আমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মঞ্জুয়ারা খাতুন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বৈকারী ইউনিয়নের খৈ তলা ৯নং পিলার থেকে ১০নং পিলার পর্যন্ত মাত্র দেড় কিলোমিটার সীমান্ত খাল বন্দোবস্থ না দিয়ে মুক্ত জলাশয় হিসেবে ভ‚মিহীনদের জন্য উন্মুক্ত করে তাদের জীবিকা নির্বাহ করার দাবী জানান। বক্তারা আরো বলেন, একটি কুচক্রী মহল এই খালটি বন্দোবস্ত নেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে। অত্র এলাকার ১৩৫টি পরিবার মৎস্য আহরণ করে তাদের জীবিকা নির্বাহ করছে। এজন্য বিষয়টি নিয়ে যাতে সেই কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকার না করতে পারে, সেজন্য জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেন ভ‚মিহীন নেতৃবৃন্দ।