নজরুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং স¤প্রসারণ (১ম সংশোধনী) শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষী প্রশিক্ষণ -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের বিআরডিবি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় তিনি এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
“বঙ্গবন্ধুর সোনার দেশ স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এসময়ে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার, মূখ্য পরিদর্শক মো. মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, উপসহকারী পাট স¤প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ রায় সহ অনেকে। পাট চাষী প্রশিক্ষণে অতিথিরা, পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার আইন ২০১০ মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করেন। প্রান্তিক পর্যায়ে কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করতে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। এছাড়া বক্তারা, চাষীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে পাট উৎপাদন করে পাটের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করার আহŸান জানান।