নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামানকে বাংলাদেশ সচিবালয়স্থ সাতক্ষীরা জেলা চাকরিজীবী ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে সচিবালয়ে সংসদ সদস্যকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সভাপতি আবু সেলিম সানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় দিকনির্দেশনা মূলক কথা বলেন মোঃ শহিদুল ইসলাম মো: শরিফুল ইসলাম এ সময় সচিবালয়স্থ সাতক্ষীরা জেলা চাকরিজীবী ফোরামের উপস্থিত ছিলেন মো: মনিরুল ইসলাম মনির, তরুণ কুমার সরকার, আব্দুস ছবুর, আব্দুর রহিম, মো: রাশিদুল ইসলাম, মুক্তা, আনজুমানারা, রোকসানা কাকলী, বাবর আলী, মিরাজুল ইসলাম মিরাজ, আল মামুন, প্রকাশ কুমার ঘোষ, আতাউর রহমান, শেখ আব্দুস সাত্তার, সুমন ঘোষ, প্রমুখ। অনুষ্ঠানে সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী সাতক্ষীরার কৃতি সন্তানদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকারের ধারাবাহিকতার কারনে সারাদেশে অভুতপূর্ব উন্নয়ন হচ্ছে।
তিনি বলেন, সাতক্ষীরা জেলার অনেক প্রতিবাভান ব্যক্তি সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। এজন্য সাতক্ষীরা-২ সংসদীয় আসনসহ জেলার সার্বিক উন্নয়নে আপনাদের একটি গুরুত্বপূর্ণ রোলপ্লে করার সুযোগ আছে। সবাইকে সাতক্ষীরার উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান। মোঃ আশরাফুজ্জামান এমপি বলেন, দীর্ঘদিন পর সুযোগ এসেছে সাতক্ষীরার মানুষের কল্যানে কাজ করার।