দেবহাটা ব্যুরো : দেবহাটায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে বিভিন্ন রোগীদের চেক বিতরন করেন। বৃহস্পতিবার (২রা )মে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১৩ জন রোগীকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের চেক বিতরন করেন।
উক্ত অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত চেক বিতরণ করেন সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা কর্মকর্তা নাসরিন জাহান প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার প্রমুখ।