জি এম আব্বাস উদ্দিন বিশেষ প্রতিনিধি : ৭ই মে বেলা ১১ টায় দেবহাটার সাবেক ইউ এনও এ বি এম খালিদ হোসেন বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (ঝিনাইদহ) পূর্বের কর্মস্থলে আগমনে দেবহাটা উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিকগণ অফিসার স্টাপ সাধারণ মানুষ স্বাগতম জানিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ দেবহাটা ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বাশার, পল্লী বিদ্যুৎ এ, জি, এম, জহুরুল আলম. সহকারী কমিশনার দিপা রানী সরকার, কৃষি স¤প্রসার অফিসার শরীফ মোঃ তিতুমীর, সদ্য যোগদান দান কৃষি স¤প্রচার অফিসার জয়দেব পাল, সাংবাদিক খাইরুল আলম সভাপতি দেবহাটা প্রেসক্লাব, সাংবাদিক হাফেজ জি এম আব্বাস উদ্দিন সাধারণ সম্পাদক ভোমরাস্থল বন্দর প্রেসক্লাব, একাডেমি সুপারভাইজার মিজানুর রহমান, সহকারি প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলার উন্নয়নের রূপকার দক্ষিণ বঙ্গের মানুষের বিনোদন কেন্দ্র দেবহাটা ইছামতি নদীর ধারে গড়ে ওঠা রূপসী ম্যানগ্রোভ মনোরম পরিবেশ বিনোদন কেন্দ্রটি তার প্রচেষ্টায় নুতন ভাবে সুন্দর ও মনোরম পরিবেশে আকর্ষণীয় গড়ে উঠে। এবং দেবহাটা উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ করে দেবহাটা বাসিকে হৃদয়ে যায়গা কওে নিয়েছে। রূপসী ম্যানগ্রোভটি হাজার হাজার মানুষের আগমনে যেমন বিনোদনে আনন্দ পাচ্ছে আবার সরকারি কোষাগারে টাকাও জমা হচ্ছে।