এন.হুদা, ঝাউডাঙ্গা প্রতিনিধি : সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের সফল কৃষক মোহাম্মদ আব্দুল কুদ্দুস (মিলন) এর কৃষি জমিতে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কর্তৃক ক্লাইমেট স্মার্ট প্রকল্পের অধীনে ২.৫২৩ মিটার জমিতে লবণাক্ততা সহনশীল জাত ব্রি-ধান ৬৭ এর প্রদর্শনী প্লটের শস্য কর্তন প্রদর্শন করেন।
১০ই মে শুক্রবার নমুনা শস্য কর্তন পরিদর্শন করেন ঝাউডাঙ্গা বøকের উপসহকারী কৃষি অফিসার মোঃআফজল হোসেন ও শারমিন আক্তার (করবি) । কৃষি অফিসার ব্রি-ধান ৬৭ এর বৈশিষ্ট্য সম্পর্কে বলেন, বোর মৌসুমে চাষ করার জন্য উদ্ভাবিত নতুন ও লবণাক্ততা সাহনশীল উচ্চ ফলনশীল জাত।এই ধানের বীজ তলায় বীজ বপন এর সময় ১৫ নভেম্বর থেকে ১৫ই ডিসেম্বর, এবং ফসল কর্তনের সময় ১৪ইএপ্রিল থেকে ২৮ই এপ্রিল ধানের জীবনকাল ১৪০-১৫০ দিন।
এই ধানের চাল মাঝারি চিকন ও সাদা ভাত হয় ঝরঝরে। এই ধান গাছের গড় উচ্চতা ১০০ সেন্টিমিটার। হেক্টর প্রতি এই ধানে ৭.৪ টন ফলন পাওয়া সম্ভব। নমুনা শস্য কর্তন পরিদর্শনের পাশাপাশি তিনি একটি পারিবারিক পুষ্টিবাগান ও পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি অফিসের অফিস স্টাফ মন্টু গাজী, আসাদুল ইসলাম, কুরবান আলী, শাহাদাত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কৃষক আব্দুল কুদ্দুস মিলন ও তার স্ত্রী রেশমা আক্তারসহ গোবিন্দকাটি এলাকার শতাধিক কৃষক কৃষানী।