নিজস্ব প্রতিনিধি : ততৃীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি মনোনীত সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার (১০ মে) উপজেলার ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদে জুম্মার নামাজের পূর্বে ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন চান তিনি।
মতবিনিময়ে মশিউর রহমান বাবু বলেন, আমাদের প্রতিটি মানুষের দায়িত্ব ভালো কাজ করা যেটাতে আল্লাহ্ সন্তুষ্ট থাকেন, সকল মসজিদে উন্নয়নের জন্য আমি ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করে থাকি এবং ভবিষ্যতেও করব। তিনি আরও বলেন, আমি যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমার দ্বারা দল মত নির্বিশেষে কেউ কখনো অত্যাচারিত বা জুলুমের শিকার হবেন না। আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে আমি আপনাদের অন্তত এটুকু আশ্বস্ত করতে চাই।
মসজিদ কমিটির সভাপতি আব্দুর রশীদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক মো. আশরাফ আলী, দপ্তর সম্পাদক কাজী আমিনুল হক ফিরোজ, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের, জাতীয় পার্টি নেতা প্রভাষক শরিফুল ইসলাম, সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, সরকারি কলেজ জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত প্রমুখ।