কালিগঞ্জ প্রতিনিধি : কোন প্রকার অপারেশন ছাড়াই নরমাল ডেলিভারির মাধ্যমে বিউটি বেগম নামে এক প্রসূতি একসঙ্গে ৩ টি কন্যা সন্তানের জন্ম দিলেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন ডাঃ হযরত আলী ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতালে গত শনিবার দুপুর দেড় টার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজের ডাঃ অনন্যা বসাক এবং সিনিয়র নার্স শারমিন সুলতানার তত্ত¡াবধানে কোন প্রকার অস্ত্র প্রাচার ছাড়াই স্বাভাবিকভাবে ৩ টি বাচ্চা প্রসব করান।
দীর্ঘদিন যাবত ডাক্তার হযরত আলী ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতালে নরমাল ডেলিভারির সুখ্যাতি শুনে খুলনা জেলার কয়রা থানার বেদকাশি ইউনিয়নের ইউনিয়নের আংটি হারা গ্রামের নুরুজ্জামান গাজী তার স্ত্রীকে নরমাল ডেলিভারির জন্য ছুটি আসেন ডাঃ হযরত আলী ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতালে। বর্তমান বাচ্চা ৩টি নিবিড় পরিচর্যায় তার মায়ের কাছে সুস্থ আছেন।