ডেস্ক রিপোর্ট : নবজীবন ইনস্টিটিউটে ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের মাঝে কোভিড-১৯ ভ্যকক্সিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ নভেম্বর) সকাল ৯ টায় ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্পাসে সিভিল সার্জন অফিস ও সাতক্ষীরা পৌরসভার সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জাকির হোসেনের সার্বিক তত্তাবধানে এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শেখ মফিজুর রহমান, সিনিয়র শিক্ষক বোরহান আলী, সহকারী শিক্ষক কাজি মফিজুল হক, মো. মাহমুদ হোসেন, সুরাইয়া, পলাশ কুমার রায়, আল মামুন শাহানা খাতুন, মোস্তাফিজুর রহমান, রাশেদুজ্জামান, অতনু বোস, আয়েসা আক্তার, তুহিনা সুলতানা, প্রিতম দাশ ও ফাহাদ হোসেন।