২১ মে ২০২৪, মঙ্গলবার সকাল ৯টায় সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে ‘অধিপরামর্শ সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় কদমতলা, মাছখোলা ও পারকুখরালী-এই তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয়, যেমন- বিদ্যালয় ভবন এর অপ্রতুলতা; বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকা; বিদ্যালয় সংলগ্ন রাস্তা তৈরি করা; নিয়মিত ও কার্যকরভাবে এসমসির সভা ও অভিভাবক সমাবেশ আয়োজন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।
সমস্যাগুলোর সমাধান করার জন্য কর্মকৌশল নির্ধারণ করা হয়। এছাড়াও বর্তমান বছরে সনাক এর আরো একটি বিদ্যালয়ে কার্যক্রম সম্প্রসারণ করার বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা শিক্ষা অফিসার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহŸায়ক প্রফেসর আব্দুল হামিদ, যুগ্ম আহŸায়ক ড. দিলারা বেগম, কিশোরী মোহন সরকার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, নাহিদ আক্তার, মো. মাছুম বিল্লাহ, প্রধান শিক্ষক, সুষমা ব্যানার্জী ও আইরিন আখতার প্রমূখ। সভা সঞ্চালনায় ছিলেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ এবং সনাক শিক্ষা বিষয়ক উপকমিটির অন্যান্য সদস্যবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)