নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার আশাশুনি, তালা ও দেবহাটা উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। ২১ মে মঙ্গলবার সাতক্ষীরা জেলার আশাশুনি, তালা ও দেবহাটা উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
ভোট কেন্দ্র পরিদর্শনকালে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভোট কেন্দ্রে ভোটাদের সাথে কথা বলেন। এবং গণ মাধ্যমেও ভোটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বিপিএম, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর, আশাশুনি থানা চার্জ অফিসার মোঃ রফিকুল ইসলাম পুলিশ পরিদর্শক(নি:), ওসি (ডিবি) তারেক ফয়সাল ইবনে আজিজ পুলিশ পরিদর্শক(নি:) সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।