নিজস্ব প্রতিনিধি : আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতিকে বিজয়ের লক্ষে ঘোনায় চেয়ারম্যান পদপ্রার্থী সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. শেখ তামিম হোসেন সোহাগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ঘোনা ইউনিয়নবাসীর আয়োজনে শনিবার সন্ধা সাড়ে ৭টায় ঘোনা আরিজুলের মোড়ে উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকে চেয়ারম্যান পদপ্রার্থী সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. শেখ তামিম হোসেন সোহাগ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাগো যুবক ফাউন্ডেশনের পরিচালক শেখ ফারুখ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিকলীগ সাতক্ষীরা জেলার সভাপতি মাহমুদ আলু সুমন, কৈখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম, রিয়াজুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন আইনজীবী সহকারী কবির হোসেন, ঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আনিছুর রহমান, পৌর ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রনি ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রাজু, বৈকারী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মলুদা খাতুন, ঘোনা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য তাসলিমা খাতুনপ্রমুখ। এসময় উপস্থিত ছিলেন এ্যাড. জাফর উল্লাহ, শরিফ হাসান আমিরুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শহিদুল ইসলাম।