রবিবার , ২৬ মে ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

জনগণের শাসক নয়, সেবক হতে চাই: মশিউর রহমান বাবু

প্রতিবেদক
satkhirar sakal
মে ২৬, ২০২৪ ১২:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে। নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু লাঙ্গল প্রতীক নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষদের নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে পথসভা, কুশল বিনিময়, গণসংযোগ, লিফলেট বিতরণ, উঠান বৈঠকসহ বিভিন্ন নির্বাচনী কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

শনিবার (২৫ মে) দিনব্যাপী উপজেলার লাবসা, ভোমরা, আলিপুর , বাঁশদহ, ঘোন ইউনিয়নসহ বিভিন্ন গ্রাম, হাট বাজার, পাড়া মহল্লায় লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। মশিউর রহমান বাবু বলেন, আমি জনগণের শাসক নয়, সেবক হতে চাই। উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে স্মার্ট ও আধুনিক এবং আর্দশ উপজেলা গড়ে তুলবো। এসময় সকলের পরামর্শক্রমে সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকারী ভিত্তিতে তার কার্যকলাপ পরিচালনা করবেন বলে ভোটারদের আশ্বাস দেন তিনি।

এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক কাজী আমিনগল হক ফিরোজ, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের প্রমুখসহ লাঙ্গল প্রতীকের কর্মী সমর্থক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর