শেখ মনিরুজ্জামান : তালা উপজেলার পাটকেলঘাটা টু মাগুরা রোডের ইজিবাইক মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩১ মে) বিকাল ৬.৩০ টায় মাগুরা শ্মশান ঘাট গেটের সামনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই ভোট সংগ্রহের সময় প্রিজাইটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা ইজিবাইক ও মহেন্দ্র মালিক সমিতির সভাপতি বাবলুর সহমান।
সহকারী প্রিজাইটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা ইজিবাইক ও মহেন্দ্র মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ও যুগ্ম-সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস। এখানে মোট ভোটার সংখ্যা ৩৫ জন।এর মধ্যে ৩৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
এই ভোটে সভাপতি নির্বাচিত হন মোঃ ফিরোজ গাজী, বিনা প্রতিদ্ব›দ্বীতায় সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয় মোঃ শাহীন সরদার।লাইন সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ সুমন শেখ,কোষা দক্ষ হিসেবে নির্বাচিত হন গৌতম সরকার। সকলে আনন্দের মাধ্যমে এই কমিটিকে সাদরে গ্রহণ করে নেয়।