মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১মে) জুম্মার নামাজের পর সদরের আলিপুর চেকপোস্টস্থ আব্দুস সাত্তার রাশেদা বেগম কমপ্লেক্স ও এতিমখানায় এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
অনুষ্ঠানে আব্দুর রউফ বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও গণতন্ত্রের প্রবর্তক। শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, সে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। সৈনিক হলেও মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল আকাশচুম্বী, আজকের বাংলাদেশের যেটুকু অর্জন তা এই মহান নেতার দূরদর্শী নেতৃত্বের হাত ধরে। সেদিন জিয়া মরেনি মরে গিয়েছিল একটি বাংলাদেশ।
এই ক্রান্তি কালে জিয়ার মতো নেতার খুব প্রয়োজন। অহংকার হীন একজন জিয়াই দেখিয়েছেন কিভাবে মাটি ও মানুষের হওয়া যায়, কিভাবে সর্বস্ব দিয়ে দেশকে ভালোবাসা যায়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদ কমপ্লেক্সের ইমাম। এসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)