এ. মাজেদ : সাতক্ষীরা সদর উপজেলা ভালুকা চাঁদপুর বাজারে গবাদি পশুর ক্রয়বিক্রয়ের জন্য সরকারিভাবে অনুমোদিত হয়েছে। ভালুকা চাঁদপুর বাজারে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৪ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় সাপ্তাহের প্রতি বুধবার গবাদি পশু ক্রয়বিক্রয়ের লক্ষ্যে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার আল. মোহা. মোহসিনুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আল. মো. খলিলুর রহমান চৌধুরী।
সভাপতির বক্তব্যে তিনি জানান, সাতক্ষীরা সদর ২ আসনের সাংসদ আশরাফুজ্জামান আশুর সুপারিশক্রমে প্রশাসনের সার্বিক বিবেচনায় সরকারি পরিপত্রের মাধ্যমে ভালুকা চাঁদপুর বাজারে গবাদি পশু ক্রয়বিক্রয় করার জন্য অনুমোদিত হয়েছে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. ফারুক হোসেন মিঠু এবং শরীফুল ইসলাম মোড়ল, সাবেক ইউপি সদস্য শামীম রেজা চৌধুরী, আলীম বাহার চৌধুরী, শিক্ষক রোকনুজ্জামান, মাও. মহিউল ইসলাম প্রমুখ।