জি এম আব্বাস উদ্দিন বিশেষ প্রতিনিধি : ৭ই মে শুক্রবার কালিগঞ্জ মেন রোডে একসিডেন্টে একজন মারাত্মকভাবে আহত হয়। জানা যায় পূর্ব কুলিয়ার বাসিন্দা অসীম কুমার মন্ডল বাড়িতে যাওয়ার পথে পারুলিয়া জলিল হ্যাচারীর সামনে ইজি বাইকে ট্রাকটারে ধাক্কা দিলে ইজি বাইক উল্টে যায় ৬ জন যাত্রী আহত হয়েছে অসীম কুমার পা ভেঙ্গে রাস্তায় যন্ত্রণায় কাতরাতে থাকে।
স্থানীয় দোকানদার ও পথচারীরা তার পাশে এসে উদ্ধার করে বাড়িতে মুঠোফোনের সংবাদ দিলে তার পরিবারের লোকজন এসে অ্যাম্বুলেন্সের যোগাযোগ করলে কোন অ্যাম্বুলেন্স না পায়ে দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফাকে সাংবাদ দিলে তৎক্ষণাতে নিজের ব্যক্তিগত গাড়ি পাঠাইয়া দেয়।
আহত ব্যক্তিকে তার ড্রাইভার সুজন গাড়িতে করে নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করে দেয়। স্থানীয় জনগণ জানায় নবনির্বাচিত চেয়ারম্যান আল ফেরদৌস আলফা তিনি গরীব দুখি অসহায় মানুষের বিপদে আপদে সুখ-দুখে পাশে থাকার বন্ধু। তিনি স্রষ্টার এবাদত করে এবং সৃষ্টির সেবায় তিনি নিয়োজিত আছে। আমরা তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং দোয়া করি তিনি যেন এইভাবে উপজেলাবাসীর পাশে থেকে উপজেলা বাসির উপকার করতে পারে।