শুক্রবার , ৭ জুন ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

আশাশুনির কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপের বিরুদ্ধে সুবিধা বঞ্চিত মৎস্যজীবিদের মানববন্ধন

প্রতিবেদক
satkhirar sakal
জুন ৭, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে স্বজনপ্রীতির মাধ্যমে প্রকৃত জেলেদের চাউল না দেওয়ায় কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দীপ এর বিরুদ্ধে মানববন্ধন করেছেন বঞ্চিত মৎস্যজীবিরা। শুক্রবার সকালে উপজেলার মিত্র তেঁতুলিয়া বাজার সড়কে এ মানববন্ধনে অংশ গ্রহন করেন ইউনিয়নের তেঁতুলিয়া, মিত্র তেঁতুলিয়া, মোকামখালী, টেকা, শাহনগর ও ঝিকরা গ্রামের শতাধিক জেলে ও মৎস্যজীবি।

স্থানীয় যুবলীগ নেতা মিজানুর রহমান মন্টুর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রকৃত মৎস্যজীবি গোলাম মোস্তফা, আজিজুল ইসলাম, রমজান সরদার, আফছার আলী গাজী, ঈমান মোড়ল, শিরিনা গাজী প্রমুখ। বক্তারা বলেন ইউনিয়নে মোট কার্ডধারী জেলের সংখ্যা ৪৪১ জন। এছাড়াও কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি প্রকৃত মৎস্যজীবি হলেও চেয়ারম্যান বাবু ও মৎস্য কর্মকর্তার যোগসাজশে তাদের কার্ড থেকে বঞ্চিত করা হয়েছে।

তেঁতুলিয়া গ্রামের গোলাম মোস্তফা, আজিজুল, রমজান, আফছার, ঈমান মোড়ল, জামেলা, গহর গাজী, কামরুল মোড়ল, লুৎফর রহমান, হামিদ গাজী, ফতেহ বেগম অন্যতম। এমনকি ঝিকরা গ্রামের রাজবংশী স¤প্রদায়ের কালিপদ মন্ডলের ছেলে রমেশ ও রামপদ মন্ডলের ছেলে পঞ্চানন মন্ডলকেও কার্ড দেওয়া হয়নি। সেখানে দীপ চেয়ারম্যানের আপন ভাই বরুণ সরকারের নামেও জেলে কার্ড রয়েছে। সবিতা মন্ডল, ময়না মন্ডল সহ ক্ষত্রিয় স¤প্রদায়ের চেয়ারম্যানের বাড়িতেই কমপক্ষে ১৭ জনের নামে জেলে কার্ড রয়েছে। কার্ড থেকেও মেজবার সরদার, সাইদ আলী, আলী মোড়ল, কামরুল মোড়ল সহ আরও অনেকে সরকারি চাউল বঞ্চিত হয়েছেন।

এবার ৩৮৮ জন জেলের নামে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ইউপি সদস্য ও স্থানীয় মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দের সাথে বসে সবাই মিলে চাউল ভাগাভাগি করে নিলেও আমাদের চেয়ারম্যান সে পথে না হেঁটে নিজের ইচ্ছে মত স্বজনদের মধ্যে চাউল বিতরণ করেছেন। চাউল বিতরণের আগে বিষয়টি ইউএনও রনি আলম নূর (সদ্য বিদায়ী) অবহিত করা হয়েছিল।

তখন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার পরিষদে উপস্থিত হয়ে প্রকৃত জেলেদের মধ্যে চাউল বিতরণের প্রতিশ্রুতি দিলেও কার্যত তা হয়নি। তাই প্রকৃত জেলেদের মধ্যে পূণরায় চাউল বিতরণ ও প্রকৃত মৎস্যজীবিদের কার্ড প্রদান করে নতুন তালিকা প্রকাশ করার দাবি জানান ভ‚ক্তভোগী মানববন্ধনকারীরা।

সর্বশেষ - সাতক্ষীরা সদর